Quick Growth BD

On Page Seo এবং কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর – 5

Search Engine Ranking পাওয়ার জন্য অথবা অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য ওয়েবপেজর মাঝে যে অপ্টিমাইজেশন করা হয় তাকে On Page Seo বলে। সাধারণত ওয়েবপেজর মধ্যে URL,Title,Meta Description, কন্টেন্ট, ইমেজ এবং লিংক ইত্যাদি অপ্টাইজ করতে হয় এর জন্য। সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে র‍্যাঙ্কিং করানোর জন্য অন পেজ এসইও করা খুব গুরুত্বপূর্ণ।

সহজ করে বললে “On page seo ” করার মুল উদ্দেশ্য হল, Google এবং অন্য সার্চ ইঞ্জিনগুলো যেন আপনার কন্টেন্ট আরও ভালভাবে বুঝতে পারে এবং তাদের রেজাল্ট পেইজে যেন সবার আগে আপনার সাইট দেখায়।

সার্চ ইঞ্জিন অনলাইনে থাকা তথ্য গুলো সংগ্রহ করার জন্য ক্রলার পাঠায়। যা প্রতিনিয়ত ইন্টারনেট ঘেটে ,এক সাইট থেকে অন্য সাইটে গিয়ে কন্টেন্ট ম্যাপ তৈরি করে,যা মূলত সার্চ ইনডেক্স।এই ক্রলারগুলো কোন ওয়েবসাইটের কন্টেন্ট অ্যালগরিদম দ্বারা যাচাই করে এবং কতটা ভাল করে দিচ্ছে তা নির্ধারণ করে।

“Content is king” ,একটি ওয়েবসাইট কে র‍্যাংকে সবার আগে আনতে গুরুত্ব দিতে হবে কন্টেন্ট এ। কনটেন্ট র‍্যাংক করাতে কিছু ফ্যাক্টর আছে। নিম্নে দেওয়া হলোঃ

1. কিওয়ার্ড (keyword) রিসার্চ
2. SEO Friendly Article Writing

3. টাইটেল ট্যাগ অপটিমাইজেশন

4. মেটা ডেসক্রিপশন

5. ইমেইজ এসইও

6. পেজ লোড স্পিড

7. মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন

8. ইউআরএল স্ট্রাকচার

9. ইন্টারনাল লিংক

10. এক্সটারনাল লিংক

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top